বিজ্ঞাপন দিন

একজন গ্রাম্য চিকিৎসক আনোয়ার হোসেন

বজলুর রশীদ :বাবা মা বা স্বজন নেই যাদের এমন শিশুদের শিক্ষা চালিয়ে নিতে কাজ করছেন একজন গ্রাম্য চিকিৎসক আনোয়ার হোসেন।নীলফামারী জেলার জলঢাকা উপজেলার একটি গ্রামে নিজের গড়া প্রতিষ্টানে লেখাপড়া করছেন শতাধিক শিশু। নীলফামারী জেলার জলঢাকা উপজেলা সদর থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে গ্রাম্য চিকিৎসক ডাক্তার আনোয়ারের গড়া এই প্রতিষ্টানটি এরই মধ্যে সুনাম ছড়িয়েছে উপজেলা পর্যায়ে ।নিজের জমি আর অর্থ দিয়ে গড়া সুন্দর ও মনোরম পরিবেশে বেড়ে উঠছে অনাথ শিশুরা ।এসব শিশুদের লেখাপড়া ,থাকা,খাওয়াসহ সবকিছু দেখছেন এই গ্রাম্য চিকিৎসক ।ডাক্তার আনোয়ারের সাথে কথা বললে তিনি জলঢাকা নিউজ কে জানান,এতিম শিশুদের খরচ জোগাতে হিমশিম খেতে হচ্ছে,তারপর ও তিনি প্রতিষ্টানটি টিকিয়ে রাখার সর্বাক্তক চেষ্টা করছেন।এর পাশাপাশি এই গ্রামে একটি আধুনিক মাদ্রাসা স্থাপনের স্বপ্ন আছে তার।