বিজ্ঞাপন দিন

ডিমলায় তেমজুর ও কৃষক ফ্রন্টের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

সুমন মূখাজী নীলফামারী প্রতিনিধিঃ ধানের মুল্য ৯২০ টাকা করে হাটবাজারে সরাসরি কৃষকদের নিকট থেকে সরকারীভাবে ধান ক্রয়ের দাবি তুলে  নীলফামারীর ডিমলা উপজেলা শহরে মানববন্ধন  ও সমাবেশ ও স্মারকলিপি প্রদান  করেছে  বাসদ মার্কসবাদী সমাজতান্ত্রিক তেমুজুর ও কৃষক ফ্রন্ট। “সব হাতে কাজ চাই, সব মুখে ভাত চাই” এই প্রতিপাদ কে সামনে রেখে আজ বৃহস্পতিবার বেলা তিনটা  থেকে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসুচি পালন করে তারা। ডিমলা স্মৃতিসৌধ চত্তরে মানববন্ধন চলাকালিন সমবেশে বক্তব্য রাখেন  ডাঃ রবীন্দ্রনাথ রায়, আহসানুল আরেফিন তিতু সহ প্রমুখ। মানববন্থর ও সমাবেশ শেষে  প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি  উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিমের মাধ্যমে  প্রদান করা হয়।