বিজ্ঞাপন দিন

বদরগঞ্জে “সমতা প্রতিবন্ধী অধিকার সংস্থা’র মানববন্ধন ও স্মারকলিপি” প্রদান

সাইদার রহমান :বদরগঞ্জ উপজেলার কালুপাড়া ও মধুপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এডিডি ইন্টারন্যাশনাল, মানুষের জন্য ফাউন্ডেশন ও রংধনু জেলা প্রতিবন্ধী অধিকার সংস্থার সহযোগিতায় এবং সমতা প্রতিবন্ধী অধিকার সংস্থার আয়োজনে ২০১৬-২০১৭ অর্থ বছরে ইউনিয়ন পরিষদের রাজস্ব বাজেট হতে উন্নয়ন মূলক খাতে প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য নির্দিষ্ট বরাদ্দের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি” প্রদান অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধন ও স্মারকলিপি” প্রদান অনুষ্ঠানে মধুপুর ইউনিয়ন পরিষদের সচিব ও কালুপাড়া ইউনিয়ন পরিষদরে সচিব উপস্থিত ছিলেন। সমতা প্রতিবন্ধী অধিকার সংস্থার পক্ষ হতে দাবি জানানো হয় যে, কর্মসংস্থান, শিক্ষা সহযোগিতা ও শিক্ষা উপকরণ, আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস, বিশ্ব অটিজম সচেতনতা দিবস, সাদাছড়ি নিরাপত্তা দিবস ইত্যাদি উদযাপন, দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ ও কর্মসংস্থান: যেমন- সেলাই, মৌচাষ, গবাদিপশু পালন, মোবাইল সার্ভিসিং, সহায়ক উপকরণ: যেমন- র‌্যাম্প, রিং স্লাব, নলকুপ, কম্বল ইত্যাদি কাজের জন্য দুই ইউনিয়নে ১১,৬০,০০০/= (এগার লক্ষ ষাট হাজার টাকা মাত্র)। উক্ত অনুষ্ঠানে দুই ইউনিয়নের সচিব প্রতিবন্ধীদের জন্য সার্বিক সহযোগিতা করার প্রত্যয় ব্যাক্ত করেন। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব তামজিদা জান্নাতি, প্রোগাম সাপোর্ট অফিসার, এডিডি ইন্টারন্যাশনাল, জনাব মোঃ সাইদার রহমান, সভাপতি, সমতা প্রতিবন্ধী অধিকার সংস্থা, বদরগঞ্জ, ল্যামে¦র দুই ইউনিয়নের ইউনিয়ন কো-অর্ডিনেটর , আরো স্থানীয় গন্যমান্য ব্যাক্তি বর্গ। সকলেই প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে কাজ করার জন্য প্রত্যয় ব্যক্ত করেন।