বিজ্ঞাপন দিন

জলঢাকায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকের মধ্যে সংঘর্ষ। আহত ১০

মর্তুজা ইসলাম জলঢাকা (নীলফামারী)  প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ১০ জন আহত হয়েছে। গতকাল রবিবার রাতে ওই ইউনিয়নের নেকবক্ত বাজারে এ সংঘর্ষেরর ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রোকনুজ্জামান খোকনের সমর্থকরা প্রচারনার জন্যে একটি গান রেকর্ড করে।  গানটি পরীক্ষামুলক ভাবে বাজাতে গেলে অপর প্রার্থী সাইফুল মুকুলের ছোটভাই প্রভাষক মমিনুল ইসলাম মন্জু তাতে বাধা দেন। এতে উভয়পক্ষের মাঝে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের রুপ নেয়। সংর্ঘষে আহত হন আঃ মালেক, দুদু, কুদ্দুস, রতন, রুকু, রশিদুল, জিয়াউর, জিয়া, মিঠুন এবং ফারুক। এ বিষয়ে জলঢাকা থানার অফিসার ইনচার্জ আবু মোঃ দিলওয়ার হাসান ইনামের সাথে কথা হলে তিনি বলেন এখন পর্যন্ত  কোনো পক্ষই থানায় অভিযোগ দায়ের করেনি।