বিজ্ঞাপন দিন

জলঢাকায় ব্ল্যাকবেঙ্গল ছাগল খামার উদ্বোধন

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধি নীলফামারীর জলঢাকা উপজেলায় ব্ল্যাকবেঙ্গল জাতের ছাগলের খামারের উদ্বোধন হয়েছে। গত রবিবার সকালে উপজেলার খুটামারা ইউনিয়নের টেঙ্গনমারী এলাকায় বেসরকারী উন্নয়ন সংস্থা সেলফ্-হেলপ এন্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম (শার্প) এর আয়োজনে খামারের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. জসীম উদ্দিন।

এসময় জলঢাকা উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিকেএসএফ এর মহা-ব্যবস্থাপক (কার্যক্রম) এ. কিউ. এম গোলাম মাওলা, উপ-মহাব্যবস্থাপক (প্রাণিসম্পদ) ড. শরীফ আহমেদ চৌধুরী, নীলফামারী জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো. শাহ্ জালাল খন্দকার, খুটামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল হক. শার্প এর নির্বাহী প্রধান মাহবুব-উল আলম, সহকারী পরিচালক রবিউল করিম।

প্রধান অতিথি ড. জসীম উদ্দিন বলেন,‘ব্ল্যাকবেঙ্গল ছাগল খামারের মাধ্যমে ছাগল পালনে আগ্রহ বাড়বে এলাকার মানুষের। অর্থ উর্পাজনের মাধ্যমে এলাকার মানুষের স্বচ্ছলতা বাড়বে। পাশাপাশি দেশে ছাগলের মাংসের চাহিদা মিটবে। অনুষ্ঠানস্থলে ১৮টি স্টলে এনজিও শার্প এর বিভিন্ন কর্মসূচি প্রদর্শন করানো হয়।