বিজ্ঞাপন দিন

ক্রিকেট খেলায় বাজি ধরে অবশেষে জেল

সুমন মূখাজী নীলফামারী প্রতিনিধিঃ সৈয়দপুরে রবিবার সকাল ১০টায় ( ৮ মে) ভ্রাম্যমান আদালতে ৯ জন ক্রিকেট জুয়ারির মধ্যে ১ জনকে ১ মাসের ও ৮ জনকে ৭ দিনের করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক আবু ছালেহ মো. মুসা জঙ্গী এই রায় দেন। বাণিজ্যিক শহর সৈয়দপুরে দীর্ঘদিন ধরে ক্রিকেট জুয়া চলে আসায় সাধারণ মানুষ সর্বস্বান্ত হচ্ছেন। চলমান আইপিএল ক্রিকেট খেলা নিয়ে প্রকাশ্যে বাজি ধরে জুয়া খেলার সময় শনিবার রাতে (৭ মে) শহরের দারুল উলুম মাদ্রাসা মোড় থেকে ৯ জন জুয়ারিকে আটক করে পুলিশ। রবিবার আদালতে হাজির করা হলে শহরের ইসলামবাগের আনোয়ারের ছেলে আশফাক (৪৫) কে ১ মাসের ও কুজিপুকুর গ্রামের হামিদের ছেলে হাফিজুল ইসলাম (২৩), হাতিখানার ইউসুফের ছেলে মনা (২৬), একই এলাকার তোফাজ্জলের ছেলে আরমান (২৭), পুরাতন বাবুপাড়ার কাশেমের ছেলে নবাব (৩০), অফিসার্স কলোনীর আব্দুলাহর ছেলে শাহজাদা (২২), দারুল উলুম এলাকার মকবুলের ছেলে নূর আমিন (৩৫), বাঙালিপুর নিজপাড়ার মাসুদের ছেলে লুৎফর রহমান (৪৭) ও দারুল উলুম মোড়ের গফুরের ছেলে আবেদ আলী (৩০) কে ৭ দিনের করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দন্ডপ্রাপ্তদের নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়েছে। ক্রিকেট জুয়ার বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।