জল ডেস্ক :নীলফামারীর জলঢাকায় অাজ ৬ মে শুক্রবার, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি শ্রদ্ধেয় জনাব এডভোকেট অাব্দুল হামিদ সাহেবের মেজো ছেলে জনাব রাসেল অাহমেদ তুহিন নীলফামারী থেকে তিস্তা ব্যারেজ যাওয়ার সময় জলঢাকায় যুবলীগ আয়োজিত পদ সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।তিনি বলেন ,জলঢাকা বাসীকে আন্তরিক ভাবে শুভেচ্ছা জানাই আমাকে সন্মানিত করার জন্য,আমি ঢাকা দেখেছি আর আজকে জলঢাকা দেখলাম।এই সময় উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলার আহবায়ক সারোয়ার হোসেন সাদের,যুগ্ন আহবায়ক লেলিন,২ নং ওয়ার্ড সভাপতি বজলুর রশীদ, সম্পাদক রবীন্দ্র নাথ রায়,পৌরসভা যুবলীগ এর যুগ্ন আহবায়ক আজম বাদশা সাবু ও অন্যান্য নেতৃবৃন্দ।পরে জনাব রাসেল অাহমেদ তুহিন কে তিস্তা ব্যারেজ পর্যন্ত মটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে পৌঁছে দেন জলঢাকা যুবলীগের নেতা ও কর্মীরা।