বিজ্ঞাপন দিন

জলঢাকার মনোয়ারা চৌধুরী অপহৃতা মেয়ের শোকে বাকরুদ্ধ

জল ডেস্ক : সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও নাবালিকা মেয়ের সন্ধান পাননি জলঢাকার নিভৃত পল্লীর স্বামী হারা মনোয়ারা চৌধুরী। মেয়ের সন্ধানে থানাসহ নানান জায়গায় খুঁজে চলেছেন এখনও। এ ব্যাপারে অপহরণ মামলা দায়ের করেছেন জলঢাকা থানায়। লিখিত অভিযোগ থেকে জানা গেছে, ১৩জুন সন্ধ্যায় নীলফামারীর জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নের চৌধুরীপাড়ার মৃত; মোশারফ হোসেন চৌধুরীর কলেজ পড়–য়া মেয়ে ঝর্ণাকে (১৭/ছদ্ম নাম) সোহাগ হোসেন (২০) নামক এক যুবক দলীয় সঙ্গীসহ বাড়ি ফাঁকা থাকার সুযোগে দু’টি মোটর সাইকেল যোগে ভয়-ভীতি প্রদর্শন করে বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায়। এসময় ঝর্ণার মা মনোয়ারা চৌধুরী ইফতার শেষে মাগরিবের নামাজ পড়ছিলেন। পরে অনেক খোঁজা-খুঁজি করেও মেয়েকে আর পাওয়া যায়নি। অবশেষে নিরূপায় হয়ে ২১জুন সন্ধ্যায় নারী ও শিশু আইনের ০৭/২০ ধারায় জলঢাকা থানায় বাদি হয়ে ৪জনকে আসামী করে একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলা নং-০৭। অপহরণকারীরা হলো কাঁঠালী ইউনিয়নের উত্তর দেশীবাঈ গ্রামের ফজলুর রহমানের ছেলে সোহাগ হোসেন, সেলিম (২৪) ও সারোয়ার হোসেন (১৯) এবং খলিলুর রহমানের ছেলে ফজলুর রহমান (৫০)। অপহৃতা ঝর্ণা জলঢাকা বিএম কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী। নাবালিকা মেয়েকে হারিয়ে মনোয়ারা চৌধুরী এখন বাকরূদ্ধ প্রায়। এ ব্যাপারে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, মামলা পাওয়ার পর অপহৃতাকে উদ্ধার ও আসামী গ্রেফতারে জোড় প্রচেষ্টা চলছে।