বিজ্ঞাপন দিন

জলঢাকায় জমেছে ঈদের কেনাকাটা

বজলুর রশীদ : আসন্ন ঈদ উৎসবকে ঘিরে জমে উঠেছে জলঢাকার বিভিন্ন শপিং কমপ্লেক্সের শাড়িঘর, বস্ত্রবিতান, সু-স্টোর, কসমেটিক সহ নানা প্রসাধনীর দোকানে কেনাকাটা। প্রত্যহ সকাল ৮টা থেকে রাত্রী ১০ টা পর্যন্ত জলঢাকার কিশোর কিশোরী, তরুন-তরুনী,বৃদ্ধ বনিতা সহ বিভিন্ন বয়সের ক্রেতা সাধারনের পদ চারনায় মুখরিত হয়ে উঠেছে জলঢাকার বিভিন্ন শপিং কমপ্লেক্সর দোকান পাট।

পবিত্র ঈদুল ফিতর উৎসবের এখনো ১০/১২ দিন বাকি থাকলেও এবার ঈদে কেনাকাটা আগে ভাগে জমে উঠায় ব্যবসায়ীদের মাঝে জেগে উঠেছে আশার আলো। অথচ গত রমজানের ২০/২৫ দিন অতিক্রম হলেও বেচা বিক্রি জমে না উঠায় হতাশায় পড়েন ব্যবসায়ীরা। কিন্তু এবার সেই চিত্র পাল্টে গেছে, মাহে রমজানের ১/২ দিন যেতে না যেতেই জলঢাকার বিভিন্ন শপিং কমপ্লেক্সের দোকানে কেনা কাটার ধুম পড়েছে।

 সরেজমিনে জলঢাকার বিভিন্ন শপিং কমপ্লেক্সের দোকানে ঘুরে দেখা গেছে নারী ক্রেতারা পরিবারের সকলকে নিয়ে কেনাকাটা করছেন। বিশেষ করে প্রবাসী চাকুরীজীবি, সুদের ব্যবসায়ী ও নিন্ম আয়ের পরিবারের সদস্যরা স্বাচ্ছন্দে কেনাকাটা করলেও মাঝারী কৃষক পরিবারের ক্রেতাদের এখনও জমে উঠেনি তাদের কেনাকাটা। তবে ব্যবসায়ী মহলরা আশা করছেন অচিরেই এইসব কৃষক পরিবারে সদস্যদের দেখা যাবে কেনাকাটায়।