বিজ্ঞাপন দিন

জলঢাকা উপজেলা পরিষদ রাস্তাটি চলাচলের অনুপযোগী

বজলুর রশীদ : জলঢাকা পৌরসভায় জলাবদ্ধতার কারনে রাস্তা চলাচলে ভোগান্তী, জরুরী ভিত্তিতে সংস্কারের দাবী নগরবাসীর।

জলঢাকা পৌরসভার সোনালী ব্যাংক থেকে উপজেলা পরিষদ পর্যন্ত রাস্তা সংস্কারের অভাবে বেহালদশা, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় চলাচলে ভোগান্তির কারনে কোমলমতি স্কুল, কলেজগামী ছাত্র/ছাত্রী, শিক্ষক/শিক্ষিকা, সরকারী/বেসরকারী কর্মকর্তা-কর্মচারী সহ হাট-বাজারগামী সকল শ্রেণী পেশার হাজার হাজার মানুষ ও রিক্স-ভ্যান, বাই-সাইকেল, মটর সাইকেল, মাইক্রে-কার, নিয়ে চলাচল করা ভোগান্তি হচ্ছে।

তাছাড়া এ রাস্তা দিয়ে প্রতিদিন অনেক দুর দুরন্ত থেকে অসুস্থ রোগী, ডেলিভারি রোগীদের চিকিৎসার জন্য জলঢাকা হাসপাতালে যেতে হয়,বিভিন্ন অফিসিয়াল কাজের জন্য উপজেলা পরিষদ,সেটেলমেন্ট অফিস,পৌরসভা অফিসসহ অন্যান্য গুরুত্বপূণ অফিস যেতে হয় এই রাস্তা দিয়ে। সামান্য বৃষ্টি হলেই রাস্তা হাটু পানি জমে যায়।

রাস্তা পার্শ্বে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় দ্রুত পানি সরে না। রাস্তার পানি সরতে দিন ব্যাপি সময় লেগে যায়। পৌারবাসী জরুরী ভিত্তিতে রাস্তাটি সংস্কারের জন্য পৌর মেয়র ও পৌর কাইন্সিলর সহ সংস্লিষ্টদের প্রতি জোর দাবী জানিয়েছেন।