বিজ্ঞাপন দিন

পৌরবাসীর অসহনীয় দুর্ভোগ জলে ঢাকা সেই জলঢাকা

জল ডেস্ক: নীলফামারীর জলঢাকা পৌরসভাটি কয়েক দিনের অবিরত ভারী বর্ষণের কারণে পৌরসভার প্রধান প্রধান সড়কসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনজীবনে দুর্ভোগে পরিণত হয়েছে। এর জন্য অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা দায়ী করেছেন স্থানীয় জনগণ।

২০০১ সালে ইউনিয়ন থেকে পৌরসভায় রূপান্তরিত হয়ে ২০১৩ সালে দ্বিতীয় শ্রেণীর মর্যাদা লাভ করে পৌরসভাটি। এখানে সামান্য বৃষ্টি হলেই শহরজুড়ে পরিণত হয় জলাবদ্ধতা। পৌর শহরের প্রধান সড়ক জিরো পয়েন্ট থেকে উপজেলা পরিষদ পর্যন্ত রাস্তাটি সংস্কারের অভাবে বিভিন্ন জায়গায় খানাখন্দ সৃষ্টি হয়ে চলাচলে অযোগ্য হওয়ায় স্কুল-কলেজগামী ছাত্রছাত্রীসহ দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রতিনিয়ত উপজেলা পরিষদে আগত বিভিন্ন ইউনিয়নের জনসাধারণসহ স্থানীয় পৌরবাসীদের।

পৌরসভাটির বিভিন্ন ওয়ার্ডে নানান সমস্যায় জর্জরিত থাকলেও জলাবদ্ধতাই এখন প্রধান কারণ হিসেবে দেখা দিয়েছে। ৬ নং ওয়ার্ডের কলেজপাড়া, মুদিপাড়া, সবুজপাড়া, কদমতলী এলাকায় রাস্তায় পানি জমে দুর্ভোগ পোহাচ্ছেন সেখানকার বাসিন্দারা। পৌর শহরে প্রাণকেন্দ্রে ২ নং ওয়ার্ড এরও একই অবস্থা , উপজেলা প্রাণিসম্পদ অফিসেরও একই চিত্র। সেখানে দেখা গেছে, পুরো মাঠ পানিতে ডুবে আছে। দফতরটির সম্মুখভাগ অফিস নাকি পুকুর? দূর থেকে বোঝার কোনো উপায় নেই।