বিজ্ঞাপন দিন

সৈয়দপুর বিমানবন্দরের নিরাপত্তা জোরদার

বিশেষ প্রতিনিধি: দেশের বিভিন্ন স্থানে সংঘটিত জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে নীলফামারীর সৈয়দপুর বিমান বন্দরের নিরাপত্তায় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে। একই সাথে বিদেশী অতিথি ও পর্যটকদের গতিবিধি বিশেষ নজরদারি করছে পুলিশ ও সরকারের বিভিন্ন গোয়েন্দা বিভাগ। এছাড়া দেশের সর্ববৃহৎ সৈয়দপুর রেলওয়ে কারখানা, বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ কেন্দ্রসহ সৈয়দপুর শহরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

জানা যায়, প্রতিদিন সৈয়দপুর বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট সহ বেসরকারী একাধিক বিমান সংস্থার একাধিক বিমান যাতায়াত করছে। এসব বিমানের সিংহভাগ যাত্রী বিদেশী। এছাড়া বৃহত্তর রংপুর দিনাজপুর অঞ্চলের ভিআইপিদের চলাচলের প্রধান রুট হচ্ছে এই বিমান বন্দর। নানা কারণে বিমানবন্দরে পুলিশের অস্থায়ী ক্যাম্প বসানো হয়েছে। একজন হাবিলদারের নেতৃত্বে ১০ জন কনস্টেবল সার্বক্ষণিক এ বাড়তি নিরাপত্তার কাজ করছে। বিমানবন্দরের প্রবেশপথে তল্লাশী করা হচ্ছে। এছাড়া বাড়ানো হয়েছে বাড়তি নজরদারি। এ ব্যাপারে সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক শাহীন আহম্মেদ জানান, বিমানবন্দরে আগত দর্শনাথী ও যাত্রীদের নিয়মিতভাবে মেটাল ডিটেক্টর দিয়ে চেক করা হচ্ছে এবং উন্নত মানের স্ক্যানিং মেশিনে লাগেজ স্ক্যান করা হচ্ছে। বিমানবন্দরের পুরো এলাকা সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।