বিজ্ঞাপন দিন

ভূয়া ডেপুটি জেলার আটক

জল ডেস্ক :নীলফামারীর সৈয়দপুর থানা পুলিশ বাবুল হোসেন (৩৫) নামে এক ভূয়া ডেপুটি জেলারকে আটক করেছে। আটক বাবুল জয়পুরহাট সদর উপজেলার খঞ্জণপুর গ্রামের ওনজের আলীর পুত্র। সূত্র মতে, শনিবার দুপুরে সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের বাইপাস সড়ক সংলগ্ন এমবিএস ভাটায় বাবুল হোসেন নিজেকে ডেপুটি জেলার পরিচয় দিয়ে ৩০ হাজার ইট কিনে ট্রলিতে তুলে। এরপর বাবুলের মোবাইলে একটি কল আসে। তিনি কৌশলে ভাটার মালিককে জানান, তার সন্তান অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তাই ৩০ হাজার টাকার দরকার, যা ইটের দাম পরিশোধের সময়ে দেয়া হবে।
ভাটার মালিক তাৎক্ষনিক ওই টাকা প্রদান করলে ভূয়া ডেপুটি জেলার তা নিয়ে সটকে পড়ে। পরবর্তীতে দীর্ঘ সময়ে তার কোন খোঁজখবর না পাওয়ায় ভাটা কর্তৃপক্ষ তার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তা বন্ধ পাওয়া যায়। বিষয়টি তাৎক্ষনিক থানা পুলিশকে অবহিত করা হয়। পরে ভাটার মালিক পক্ষ রংপুর ওইদিন রাতে শহরের একটি আবাসিক হোটেলে থেকে ভূয়া ডেপুটি জেলার বাবুলকে আটক করে সৈয়দপুর থানা পুলিশের হাতে সোপর্দ করে। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম ভূয়া ডেপুটি জেলার বাবুলকে আটকের সত্যতা নিশ্চিত করে।