বিজ্ঞাপন দিন

জলঢাকার সাদেকুল সিদ্দিক জেলার শ্রেষ্ঠ মৎস্য উৎপাদনকারী।

মর্তুজা ইসলাম জলঢাকা প্রতিনিধিঃ "জল আছে যেখানে - মৎস্য চাষ সেখানে " এ শ্লোগানকে সামনে রেখে নীলফামারীতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক জাকির হোসেন। মঙলবার সকালে শিল্পককলা একাডেমিতে জেলা মৎস্য অফিসের আয়োজনে মৎস্য সপ্তাহ উপলক্ষে নীলফামারীর শ্রেষ্ঠ মৎস্য চাষি ও উৎপাদনকারিদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। ২০১৬ সালের শ্রেষ্ঠ মৎস্য উৎপাদনকারির পুরস্কার পেয়েছেন জলঢাকার তরুন মৎস্য চাষি সাদেকুল সিদ্দিক। জেলা মৎস্য  কর্মকর্তা শাহ্ ঈমাম জাফর সাদেকের সভাপতিত্বে  এসময় অন্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন জেলা পুলিশ সুপার জাকির হোসেন খান, জেলা পরিষদ প্রশাসক এ্যাড, মমতাজুল হক, উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা প্রমুখ। জেলার শ্রেষ্ঠ  মৎস্য উৎপাদনকারির পুরষ্কার পেয়ে সাদেকুল সিদ্দিক বলেন আমি দীর্ঘদিন থেকে নিজস্ব পুকুরে মাছ উৎপাদন করে এ অঞ্চলের মানুষের আমিষের চাহিদা পুরন করার চেষ্টা করছি। তিনি আরো বলেন সরকারি সুযোগ সুবিধা পেলে মৎস্য চাষ করে এলাকার মাছের চাহিদা পুরন করা সম্ভব হবে। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে জেলা মৎস্য অধিদপ্তরের  আয়োজনে  সপ্তাহ জুড়ে সদরসহ উপজেলাগুলোতে   বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে।