বিজ্ঞাপন দিন

নীলফামারীতে ভয়াবহ অগ্নিকান্ডে ২’শ ঘর পুড়ে ছাই

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের তেলীপাড়ায় ভয়াবহ আগুনে ৫০টি পরিবারের প্রায় ২ শতাধিক ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে বুধবার রাত ১১টার দিকে।প্রায় ৪ ঘন্টা চেষ্টার পর রাত ৩ টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে ফায়ার সার্ভিস। অগ্নিকান্ডে অগ্নিদগ্ধ হয়ে ২৫টি গরু ,৩০টি ছাগল ও শতাধিক হাস মুরগী মারা যায়।

চড়াইখোলা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোশাররফ হোসেন মানিক জানান, রাত ১১টার টার দিকে ইউনিয়নের ২নং ওয়ার্ডের তেলীপাড়ার মুড়ি মুড়কি ব্যবসায়ী আব্দুল ওয়াহেদের বাড়ির রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে আব্দুল ওয়াহেদ সহ ওই পাড়ার ৫০টি পরিবারের অন্তত দুই শতাধিক পাকা আধাপাকা ও কাঁচা ঘর বাড়ি, ঘরে থাকা ধান, চাল, আলু ও নগদ অর্থ পুড়ে ছাই হয়। এসময় অগ্নি দগ্ধ হয়ে অন্তত ২৫টি গরু, ৩০টি ছাগল, শতাধিক হাঁস,মুরগী মারা যায়। খবর পেয়ে নীলফামারী এবং উত্তরা ইপিজেডে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে এসে ৪ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমান অন্তত দুই কোটি টাকার বেশী বলে দাবী ক্ষতিগ্রস্থ পরিবারের। ক্ষতিগ্রস্থ ওই পাড়ার গরু ব্যবসায়ী শাহিবার রহমান জানান, আগুনে আমার ৪টি ঘর, ঘরে থাকা আসববাপত্র, বাড়িতে থাকা গরু বিক্রির নগদ ১ লক্ষ ২০ হাজার টাকাসহ সর্বস্ব পুড়ে যায়। এ সময় গোয়াল ঘরে থাকা ৪টি গরু, ৩টি ছাগল অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। নীলফামারী ফায়ার সার্ভিস স্টেশনের দলনেতা এনামুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, নীলফামারী এবং উত্তরা ইপিজেড ফায়ার সার্ভিস স্টেশনের ২টি ইউনিট ৪ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।