জল ডেস্ক ঃ নীলফামারীর সৈয়দপুর পৌর এলাকায় বাসার মালিকদের কাছে ভাড়াটিয়াদের তালিকা চেয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে থানা পুলিশ। থানার অফিসার ইনচার্জ -এর পক্ষে গোটা শহরে মাইকিং করে এই গণবিজ্ঞপ্তি জারি করা হয়।
থানা পুলিশের সূত্র জানায়, অন্য এলাকা থেকে এসে লোকজন ভুয়া পরিচয় দিয়ে শহরের বিভিন্ন এলাকায় বাসাবাড়ি ভাড়া নিয়ে অপরাধ সংঘটিত করে চলেছে। ফলে সংঘবদ্ধ অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থাকছে।
এসব অপরাধীদের সনাক্ত করতে এবং ভবিষ্যৎ অপরাধ ঠেকাতে থানা পুলিশ এই ব্যবস্থা নিয়েছে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম সিসি নিউজকে জানান, বাসাবাড়ির মালিকদের কাছে ভাড়াটিয়াদের জন্য পুলিশ ফরম বিতরণ করছে। ফরম পূরণ করে এবং এর সাথে অন্যান্য কাগজপত্র জমা দিতে বলা হয়েছে। এই নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। এছাড়া ভাড়াটিয়াদের বিষয়ে কোন ধরনের অভিযোগ পাওয়া গেলে ওই বাসার মালিকরা দায়বদ্ধ হবেন।
উল্লেখ্য যে, সন্দেহভাজন ব্যক্তিদের উপস্থিতি ও জঙ্গীদের সম্পর্কে তথ্য পুলিশকে প্রদানসহ নানা বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শহরে লিফলেট বিতরণ করা হয়।