বিজ্ঞাপন দিন

নীলফামারীতে বিভিন্নস্থানে জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে র্যালী ও সমাবেশ

বিশেষ প্রতিনিধি : জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সোচ্চার হবার আহবান জানিয়ে নীলফামারীর সদর,জলঢাকা ,ডোমার,ডিমলা,কিশোরীগঞ্জ ও সৈয়দপুরে পৃথক ভাবে র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় জলঢাকা উপজেলায় র্যালী ও সমাবেশে প্রধান অতিথি ছিলেন নীলফামারী ৩ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা। র্যালী শেষে উপজেলা হল রুমে সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হাসান হাবিব।ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে অনুুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলী। অনুুষ্ঠানে ইমাম, শিক্ষক, গ্রাম্য পুলিশ, সর্বস্তরের জনগনসহ উপজেলায় কর্মরত সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন অংশগ্রহন করে।
অপর দিকে একই দিন সকালে জেলা সদর উপজেলা পরিষদের হল রুমে অনুরুপ কর্মসুচিতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেত আলী। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান। বিশেষ অতিথি ছিলেন নারী ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী। উপজেলা পর্যায়ে জঙ্গীবাদ, সন্ত্রাস প্রতিরোধে ইসলামের আহবান শীর্ষক ওই র্যালী ও আলোচনা সভার আয়োজন করেন ইসলামিক ফাউ-েশন।কর্মসুচির অংশ হিসেবে সোমবার সকাল ১১টার দিকে নীলফামারী ইসলামিক ফাউ-েশন কার্যালয় চত্তর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।