বিজ্ঞাপন দিন

গুলশানের সেই রেস্টুরেন্টে সিআইডি দল

জল ডেস্ক ঃগুলশানের হলি আর্টিজান বেকারি রেস্টুরেন্টে গেছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিটের একটি দল। রোববার দুপুর ১২টার দিকে পাঁচ সদস্যের দলটি ঘটনাস্থলে যায়। দলের সদস্য সিআইডির পরিদর্শক আবুল হাসান বলেন, আলামত সংগ্রহ করার জন্য তারা রেস্টুরেন্টে এসেছেন। প্রায় একই সময়ে ওই রেস্টুরেন্টে ডিবির বোমা নিষ্ক্রিয়করণ দলও প্রবেশ করে। এরআগে, জঙ্গি হামলায় জাপানের সাত নাগরিক নিহত হওয়ার পর ঢাকা এসে ঘটনাস্থল পরিদর্শন করেছেন দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী সেইজি কিহারা। রোববার সকালে রেস্তোরাঁ পরিদর্শন শেষে জাপান অ্যাম্বাসিতে যান তিনি। উল্লেখ্য, গত শুক্রবার রাতে গুলশান ২ নম্বরের হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় একদল অস্ত্রধারী জঙ্গি, জিম্মি হন দেশি বিদেশি অন্তত ৩৩ জন। প্রায় ১২ ঘণ্টা পর কমান্ডো অভিযান চালিয়ে ওই রেস্তোরাঁর নিয়ন্ত্রণ নেয় সশস্ত্রবাহিনী। ১৩ জন জিম্মিকে জীবিত উদ্ধার করা হলেও ২০ জনের লাশ পাওয়া যায় জবাই করা অবস্থায়। নিহতদের মধ্যে নয়জন ইতালির, সাতজন জাপানি ও একজন ভারতের নাগরিক। বাকি তিনজন বাংলাদেশি, যাদের মধ্যে একজনের যুক্তরাষ্ট্রেরও নাগরিকত্ব ছিল।