বিজ্ঞাপন দিন

সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা এমপি স্যার এর সাফল্য


বজলুর রশীদ জলঢাকা নিউজ : আওয়ামীলীগ ও মহাজোটের নেতৃত্বে ৫ জানুয়ারী”১৪ সালে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেই নির্বাচনে আওয়ামীলীগ ও মহাজোট বিপুল ভোটে জয়লাভ করে সরকার গঠন করেছে।আর এই গনতন্ত্র ধবংস হতে দেওয়া যাবে না।প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে উন্নয়নের দিকে। তার এই উন্নয়ন কার্যক্রমকে বাধাগ্রস্থ করার জন্য একটি মহল সড়যন্ত্র অব্যাহত রয়েছে।আর এই সড়যন্ত্রকে প্রতিরোধ করতে হবে ঐক্যবদ্ধ ভাবে।আর এই এলাকার উন্নয়নের জন্য যা করার দরকার তা আমি করব। কথাগুলো বলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা এমপি।

বর্তমান সরকারের ডিজিটাল বাংলদেশ গড়ার প্রত্যয়ে উন্নয়নে এগিয়ে যাচ্ছে উপজেলাটি। তাই এখন উন্নয়নের রোল মডেল স্বীকৃতি পেয়েছে জলঢাকা। এছাড়াও সমপ্রতি ভিক্ষুকদের পূণর্বাসনের মধ্যদিয়ে জলঢাকাকে ভিক্ষামুক্ত করার জন্য জনসমাবেশ করেছেন তিনি। তার এমন কার্যক্রমে উপজেলাবাসি তাকে নিয়ে গর্বীত বোধ করছে বলে জানালেন স্থানীয়দের অনেকেই ।

বর্তমান সরকার গরীব মেহনতি মানুষের সরকার, শ্রমজীবীদের জন্যে তেলের দাম কমিয়েছে, ১৫ টাকায় চালের ব্যবস্থা করেছে, প্রত্যেক শিশু যেন শিক্ষার আওতায় আসে তারজন্য উপবৃত্তি ও বিনামুল্যে বই দিচ্ছে। জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় নিরলস পরিশ্রম করে চলেছে। উপরোক্ত কথাগুলো বলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা এমপি।

স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা এমপি স্যারের উন্নয়নগুলো নিচে তুলে ধরা হলো: 

*জলঢাকা ডিগ্রী কলেজ সরকারীকরণ প্রক্রিয়াধীন। 

*এলাকার স্কুল,কলেজ ও মাদ্রাসা ভবন নির্মাণ ও উন্নয়ন কাজ চলছে। 

*জলঢাকা হাসপাতালে এম্বুলেন্স ,এক্সরে মিশিন,প্যাথলজি ল্যাপসহ,প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ হয়েছে। 

*জলঢাকা থানায় একটি পুলিশ ভ্যান সরবরাহ হয়েছে

*বিদ্যুৎ অফিসে একটি গাড়ী সরবরাহ হয়েছে, 

*ফায়ার সার্ভিস স্টেশন চালু করা হয়েছে 

*মীরগঞ্জ ইউনিয়নে পুলিশ ফাঁড়ি প্রক্রিয়াধীন, 

*মীরগঞ্জ ইউনিয়নে সাব-রেজিস্টার অফিস স্থাপন করা হয়েছে 

*মীরগঞ্জ ইউনিয়নে খাদ্য গুদাম স্থাপন প্রক্রিয়াধীন, 

*কৈমারী ইউনিয়নে খাদ্য গুদাম ও পুলিশ ফাঁড়ি স্থাপন প্রক্রিয়াধীন, 

*রাস্তা-ঘাট ,ব্রীজ-কালভাট নির্মাণ চলছে, 

*মসজিদ,মন্দির,গির্জার উন্নয়নে অনুদান প্রদান অব্যহত আছে, 

*প্রতিবন্ধীদের পুনর্বাসন কার্যক্রম চলছে, 

এছাড়া আরো রয়েছে 

*কৈমারী স্কুল এন্ড কলেজ, চারতলা ভবন 
*টেংগনমারী ,মিরগঞ্জে চার তলা ভবন 
*জলঢাকা সরকারি কলেজে ভবন 
*ডোমার ডিমলা রাস্তা 
*মন্তের ডাঙ্গার রাস্তা 
*মিল্ক ভিটার কাজ শুরু হয়েছে 
* নীলফামারীর রাস্তার কাজ শুরু শীঘ্রই হচ্ছে 
*ট্রাফিক মোড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য হচ্ছে ।