বিজ্ঞাপন দিন

ভেজাল বিরোধী অভিযানে জলঢাকার চার হোটেল ও রেস্তোরাকে জরিমানা।

ভ্রাম্যমান সংবাদদাতা : নীলফামারীর জলঢাকায় আজ মঙ্গবার দুপুর ১২টায় ভেজাল বিরোধী অভিযান পরিচালনাকালে চার হোটেল এ্যান্ড রেস্টুরেন্টকে জরিমানা  করেন ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে বাসি খাবার রাখা, ডিলিং লাইসেন্স না থাকা, খাদ্য মূল্যের তালিকা প্রর্দশন না করা এবং অপরিচ্ছন্নতাসহ বিভিন্ন অপরাধে শহরের মুমু হোটেল এ্যান্ড রেস্টুরেন্টকে ৩ হাজার টাকা,ভাই ভাই হোটেল এ্যান্ড রেস্টুরেন্টকে ৩ হাজার টাকা,শাম্মি হোটেল এ্যান্ড রেস্টুরেন্টকে ২ হাজার টাকাএবং কালিবাড়ী হোটেল এ্যান্ড রেস্টুরেন্টকে ১ হাজার টাকাসহ মোট ৯ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আফসানা পারভীন।

উল্লেখ্য, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এবং বাংলাদেশ হোটেল ও রেস্টুরেন্ট অধ্যাদেশ ১৯৮২ অনুযায়ী এ সকল প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এ সময় উপস্হিত ছিলেন জলঢাকা উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ফরিদ ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।