বিজ্ঞাপন দিন

জলঢাকায় সেচ্ছাসেবকলীগের ২১ আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ।

মর্তুজা ইসলাম জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় রবিবার সকালে ২১আগষ্ট গ্রেনেড হামলার ১২তম বার্ষিকী দিবস পালন করেছে উপজেলা ও পৌর সেচ্ছাসেবকলীগ । এ উপলক্ষে জলঢাকা  উপজেলা ও পৌর সেচ্ছাসেবক লীগের আয়োজনে একটি বিক্ষোভ বাজার প্রদক্ষিণ করে জিরো পয়েন্টমোড়ে প্রতিবাদ  সমাবেশে মিলিত হয়। এসময় বক্তব্যে রাখেন উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি সালাহ উদ্দিন কাদের, সাধারন সম্পাদক আলহাজ্ব মশিউর রহমান বাবু, পৌর সেচ্ছাসেবক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম বাবু, সাধারন সম্পাদক মমিনুর রহমান, উপজেলা সাংগঠনিক সম্পাদক হাসান সিদ্দিকী, আব্দুল ওহাব, জিন্নুর মিয়া, বাবলুর রহমান প্রমুখ।

সমাবেশে বক্তারা ২০০৪ সালের ২১আগষ্টে শান্তি সমাবেশে বিকেলে ট্রাকের উপর অস্হায়ী মঞ্চে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বক্তব্যে দিচ্চিলেন তখন বিএনপি জামাত জোট সরকার মুহুর্মুহু গ্রেনেড হামলা করে আমাদের প্রানপ্রিয় নেত্রী কে হত্যার চেষ্টা করে। তিনি প্রানে বেচে গেলেও মারা যান প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহসানের স্ত্রী আইভী রহমান সহ ২৩ জন নেতাকর্মী, আহত হয় ৪০০জন। ইতিহাসের ভয়াবহতম এই গ্রেনেড হামলার দ্রুততম সময়ে বিচারের দাবী করেন বক্তারা।