বিজ্ঞাপন দিন

ডিমলায় দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ ব্যাধি

সুমন মুখার্জী,নীলফামারী প্রতিনিধি :উজানের পাহাড়ি ঢল আর বৃষ্টি কমলেও নীলফামারীর ডিমলা উপজেলার ১১ গ্রামের বন্যা পরিস্থিতির কোনও উন্নতি হয়নি। তিস্তা নদীর গতিপথ পরিবর্তন হওয়ায় উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের চরখড়িবাড়ি ও পূর্বখড়িবাড়ি ইউনিয়নের ১১টি গ্রাম এখনো প্লাবিত। ফলে ওই গ্রামগুলো টানা ২১দিন ধরে পানির নিচে তলিয়ে গেছে।

তবে বন্যা কবলিত এলাকার মানুষগুলোর দুর্ভোগ বেড়েই চলেছে। সেই সাথে বিশুদ্ধ খাবার পানিসহ খাদ্য সংকট চরম আকার ধারন করেছে। প্রতিদিনই বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ছে ডায়রিয়াসহ পানিবাহিত নানা রোগ। এদিকে, বানভাসীদের জন্য সরকারী-বেসরকারীভাবে যে ত্রান বরাদ্দ দেয়া হয়েছে তা সমন্বয়হীনতার অভাবে ভুক্তভোগীরা পাচ্ছেনা বলে অনেকের অভিযোগ।

এসব এলাকায় দেখলেই ত্রানের হাহাকার করা মানুষগুলো তা পাবার আশায় ছুটে চলে আসে। এ অবস্থায় পুর্ণবাসনসহ সরকারী-বেসরকারী পর্যাপ্ত ত্রান সহায়তা কামনা করছেন তারা। কোন কোন এলাকার ঘরবাড়ী থেকে পানি নেমে গেলেও এখনও বন্যার পানি নেমে যায়নি নিম্মঅঞ্চলের বাড়ীগুলো থেকে। এ অবস্থায় এখনও নিজ বাড়িতে ফিরতে পারছেন না সেখানকার বানভাসীরা।