বিজ্ঞাপন দিন

বাউবি এইচএসসি প্রোগ্রাম পরীক্ষায় জলঢাকায় বহিস্কার ১৩



মর্তুজা ইসলাম, জলঢাকা ( নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত (বাউবি) এইচএসসি প্রোগ্রাম পরীক্ষায় প্রথম দিনে অসদুপায় অবলম্বনের জন্য ১৩ শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। শুক্রবার রাবেয়া চৌধুরী মহিলা ডিগ্রী মহাবিদ্যালয়ে কেন্দ্রে অনুষ্ঠিত বাংলা পরীক্ষা চলাকালে তাদের বহিস্কার করেন সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক আবুল কাইয়ুম (বাউবি এইচএসসি প্রোগ্রাম) জানা যায় এবার অনুষ্ঠিত বাউবি এইচএসসি প্রোগ্রাম পরীক্ষায় কেন্দ্রটিতে ২১৫ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। এদিকে বহিস্কারের বিষয়টি স্বীকার করে কেন্দ্র সচিব ধনঞ্জয় রায় বলেন, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক পরীক্ষায় অসদুপায় অবলম্বনের জন্য তাদের বহিস্কার করেছেন।