বিজ্ঞাপন দিন

জলঢাকায় বাউবি’র পরীক্ষায় প্রথম দিনে ১৬ পরীক্ষার্থী বহিস্কার

 ভ্রাম্যমান সংবাদদাতা : নীলফমারীর জলঢাকায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধিনে এইচএসসি প্রোগ্রাম প্রথম দিনে বাংলা ১ম ও ২য় পত্র পরীক্ষায় নকল করার অপরাধে ১৬ জন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। জানা যায়, গত ২৬ আগষ্ট শুক্রবার জলঢাকা রাবেয়া চৌধুরী মহিলা ডিগ্রী মহাবিদ্যালয়ে সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বেলা ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একই দিনে দুই বেলা ওই কেন্দ্রে (বাউবি) এইচ এসসি প্রোগাম পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাংলা প্রথম পত্র পরীক্ষায় ২শ ১৫ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেন, তাদের মধ্যে ১৩ জন ও দ্বিতীয় পত্র পরীক্ষায় ১শ ৭ জণ পরীক্ষার্থী অংশ গ্রহন করেন এর মধ্যে ৩ জনসহ মোট ১৬ জন পরীক্ষার্থীকে নকল করার অপরাধে বহিস্কার করা হয়েছে।

 বাউবি’র এইচএসসি প্রোগ্রাম সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক আবুল কাইয়ুম পরীক্ষা শুরু থেকে শেষ পর্যন্ত ওই কেন্দ্রের প্রতিটি রুমে সার্বক্ষনিক দেখা শুনা করেন। ওই কলেজের অধ্যক্ষ বিবেকানন্দ মহন্ত বহিস্কারের বিষয়টি নিশ্চিত করেন এবং তিনি আরও জানান বাংলা পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার অপরাধে তাদেরকে বহিস্কার করেছেন বাউবি’র সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক। অফিস সুত্রে জানা যায়, আগামী ২ সেপ্টেম্বর/১৬ইং শুক্রবার ইংরেজী ১ম ও ২য় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে।