বিজ্ঞাপন দিন

জলঢাকায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উৎযাপন

    ভ্রাম্যমান সংবাদদাতাঃ“শিশুকে বুকের দুধ খাওয়ানো, টেকসই উন্নয়নের চাবিকাঠি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন করা হয়। আজ শনিবার সকালে এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর  থেকে এক বর্ন্যাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মাহবুব হাসান লেলিন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা ল্যাম্ব শো প্রকল্পের টেকনিক্যাল কো-অর্ডিনেটর মোস্তাফিজুর রহমান, এইচ আই ( ইনচার্জ) রফিকুল ইসলাম, টিএলসিএ বাবুল হোসেন প্রমূখ। সভায় উপজেলার সকল এ.এইচ.আই গন উপস্থিত ছিলেন। আলোচনায় বক্তারা বলেন, শিশুর খাদ্য হিসেবে মায়ের বুকের দুধের বিকল্প কিছু  নেই, তাই এ ব্যাপারে ব্যাপক সচেতনতা বৃদ্ধি করার উপর আরোপ করেন। দেশে এখনো ৫৫ ভাগ মা তার শিশুকে সঠিক ভাবে দুধ পান করান না। প্রতিবছরের ন্যায় এবারো সপ্তাহ ব্যাপী বিভিন্ন ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে নানান কর্মসূচির মধ্যদিয়ে মাতৃদুগ্ধ সপ্তাহ পালন করা হচ্ছে।