বিজ্ঞাপন দিন

জলঢাকায় কেন্দ্রীয় মন্দিরের জমি উদ্ধারে মানববন্ধন।


মর্তুজা ইসলাম জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় কেন্দ্রীয় মন্দিরের জমি উদ্ধারে মানববন্ধন ও সমাবেশ করেছে সুধী সমাজের স্বর্বস্তরের সনাতন ধর্মাবলম্বীরা। রবিবার সকালে উপজেলা কেন্দ্রীয় মন্দির ও সুধী সমাজের স্বর্বস্তরের সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে জিরো পয়েন্টমোড়ে ২ ঘন্টাব্যাপী এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় মন্দিরের সভাপতি বাবু অনিল রায়ের সভাপতিত্বে এসময় উপষ্হিত ছিলেন, জতিষ চন্দ্র রায়, ক্ষিতিষ চন্দ্র রায়, গনেশ চন্দ্র রায়, সহকারি অধ্যাপক ধনেস্বর রায়, প্রভাষক হেরম্ব রায়, প্রভাষক গনেশ চন্দ্র রায়, প্রভাষক রমেন চক্রবর্তী, পুরোহিত ভগিরাধ রায় প্রমুখ। বক্তব্যে রাখেন আঃলীগ নেতা একে আজাদ, সেচ্ছাসেবক লীগ সম্পাদক আলহাজ্ব মশিউর রহমান বাবু, ওলামলীগ সম্পাদক এমদাদুল হক, পরেশ চন্দ্র কাচু, তুলিপ চন্দ্র রায়, কুলো চন্দ্র রায় ও মানিক চন্দ্র রায় প্রমুখ। সমাবেশটি পরিচালনা করেন  প্রভাষক অবিনাশ রায় ও সহযোগিতায় শিপেন চন্দ্র রায় ।

সভায় বক্তারা মন্দিরের পবিত্রতা রক্ষা করে ১৩ শতাংশ জমি উদ্ধারে সংশ্লিট সকলের সহযোগিতা কামনা করে। পরে বিক্ষোভ মিছিল করে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন।