বিজ্ঞাপন দিন

জলঢাকায় তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

মর্তুজা ইসলাম : জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় অভিনব পদ্ধতিতে গাজা বহন কালে দুই গাজা ও হেরোইন বিক্রির সময় এক হেরোইন বিক্রেতাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। পুলিশ সুত্রে জানা যায় -- মঙলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের ডালিয়া রোডের বেলতলী এলাকা থেকে রেজাউল করিম (৪৫), ও আনোয়ারুল ইসলাম (৩০) কে আটক করে তল্লাশি চালায়।  এসময় তাদের কাছে পাট শাকের ভিতরে থাকা প্যাকেটে মোড়ানো দুই কেজি ওজনের গাজার একটি প্যাকেট পাওয়া যায়। যার আনুমানিক মুল্যে ত্রিশ হাজার টাকা হবে বলে জানিয়েছে পুলিশ। অন্যদিকে পৌরসভার আইডিয়াল কলেজ পাড়ার নিজ বাড়ীতে হেরোইন বিক্রির সময় দুই পুড়িয়া হেরোইন সহ মাদক সম্রাট ছলু ( ৪০) কে গ্রেফতার করে জলঢাকা থানা পুলিশ।  গ্রেফতারকৃতরা হলেন জলঢাকা পৌরসভার ছোবান আলীর ছেলে ছলু ও হাতিবান্ধা উপজেলার বিসাদু মামুদের ছেলে রেজাউল করিম, আকবর হোসেনের ছেলে আনোয়ারুল ইসলাম। এ বিষয়ে জলঢাকা থানার এস আই জহুরুল ইসলাম জানায় তিন মাদক ব্যবসায়ীরর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে।