বিজ্ঞাপন দিন

জলঢাকায় আলোর ফাঁদ প্রযুক্তি প্রদর্শন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়

ভ্রাম্যমান সংবাদদাতা : নীলফামারীর জলঢাকা উপজেলার কাঁঠালী ইউনিয়নের আহেলার বাজার সংলগ্ন ধান ক্ষেতের পার্শ্বে আলোর ফাঁদের মাধ্যমে পোকার উপস্থিতি নির্ণয় এবং তার প্রেক্ষিতে পরবর্তী করণীয় নির্ধারন শীর্ষক প্রযুক্তি প্রদর্শন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গত ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহ মুহাম্মদ মাহফুজুল হকের সভাপতিত্ত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার মুহ: রাশেদুল হক প্রধান। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা প্রকৌশলী হারুন-অর-রশীদ, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এ কে এম বদরুদ্দোজা এবং কাঁঠালী ইউ’পি চেয়ারম্যান আলহাজ্ব সোহরাব হোসেন তুহিন। বিপুল সংখ্যক কৃষকের উপস্থিতিতে ব্যতিক্রমধর্মী এ অনুষ্ঠান সকলেই নিবিড় মনোযোগ সহকারে উপভোগ্য করেন। এ সময় বক্তরা আলোর ফাঁদের মাধ্যমে ক্ষতিকারক পোকা দমন ও পোকার উপস্থিতিথির মাধ্যমে কৃষকদের পরবর্তী করনীয় নির্ধারনসহ কৃষিতে আধুনিক প্রযুক্তিসমূহ গ্রহনের ব্যাপারে উৎসাহ প্রদান করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি অফিসের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। একই দিনে খুটামারা ইউনিয়নেও অনুরুপ একটি অনুষ্ঠান প্রদর্শন করা হয়।