বিজ্ঞাপন দিন

জলঢাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত।

ভ্রাম্যমান সংবাদদাতাঃ নীলফামারীর জলঢাকা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরকারী নির্দেশনা অনুযায়ী সারাদেশের ন্যায় গতকাল শনিবার সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পৃথক পৃথক র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সকাল ১০ টায় জলঢাকা আইডিয়াল কলেজের সকল ছাত্র-ছাত্রী,শিক্ষক,অভিভাবক ও পরিচালনা কমিটির সদস্য বৃন্দ একটি জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী র‌্যালী বের করে। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কলেজের হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে বক্তর‌্য রাখেন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহিনুর রহমান,সহকারী অধ্যাপক মমিনুর রহমান, প্রভাষক রফিকুল ইসলাম,ছাদের হোসেন ও আন্তাজুল ইসলাম প্রমূখ। অপর দিকে,রাবেয়া চৌধুরী মহিলা ডিগ্রী কলেজের আয়োজনে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ বিবেকানন্দ মহন্তের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহঃ রাশেদুল হক প্রধান। অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন ওসি (তদন্ত) মফিজ উদ্দিন শেখ, ম্যানেজিং কমিটির সদস্য হিলু চৌধুরী, সহকারী অধ্যাপক মমিনুল ইসলাম মঞ্জু, প্রভাষক রুহুল আজাদ প্রমুখ। অন্যদিকে জলঢাকা কলেজের আয়োজনে কলেজের শহীদ মিনার চত্বরে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোফাজ্জল হক। সভায় বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য জসির উদ্দিন, আজগার আলী মাষ্টার,বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি আব্দুল গফফার,সহকারী অধ্যাপক মনিবুর রহমান চৌধুরী,প্রভাষক আশরাফ আলী প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন, জেলা জাসদের সভাপতি ও ওই কলেজের শিক্ষক অধ্যাপক আজিজুল ইসলাম। এছাড়াও উপজেলার বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট ( বিএমআই),জলঢাকা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়,ছিটমীরগঞ্জ শালনগ্রাম ফাযিল মাদ্রাসা,খারিজা গোলনা দীঘির পাড় দ্বি-মূখী বালিকা উচ্চ বিদ্যালয়,গোলনা ইসলামীয়া ফাযিল মাদ্রাসাসহ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে।