মর্তুজা ইসলাম জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় বৃহস্পতিবার রাতে বাংলাদেশ আওয়ামী মটর চালক লীগের অফিস উদ্বোধন করেন স্হানীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা এমপি। এ উপলক্ষে মটর চালকলীগের আয়োজনে বাসস্টান চত্বরে চালকলীগের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি জঙ্গি বিরোধী বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে। মটর চালকলীগের সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্যে রাখেন খুটামারা ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদ শামিম, প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দেলোওয়ার হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন উপজেলা আঃলীগের সাবেক সভাপতি আব্দুল মান্নান, মহিলা কলেজের অধ্যক্ষ বিবেকা নন্দ মহন্ত, উপজেলা শ্রমিকলীগের সভাপতি জসির উদ্দীন, পৌর আওয়ামীলীগের সভাপতি আশরাফ হোসেন, আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ একে আজাদ, উপজেলা আওয়ামীলীগের সদস্য নজরুল ইসলাম, উপজেলা যুবলীগেরর আহবায়ক সারোয়ার হোসেন সাদের, ওলামালীগের সম্পাদক এমদাদুল হক, শ্রমিক নেতা আতিয়ার রহমান, জোনাব আলী, পরেশ চন্দ্র কাচু, মটর চালকলীগের সাধারন সম্পাদক আবুল কালাম প্রমুখ। পরে উপজেলা ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সদস্যদের সাথে তাদের কার্যালয়ে মতবিনিময় করেন এমপি অধ্যাপক গোলাম মোস্তাফা। এসময় উপস্হিত ছিলেন শ্রমিক নেতা জসির উদ্দিন, ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সভাপতি তরিকুল ইসলাম, সাধারন সম্পাদক আব্দুল জলিল প্রমুখ। এমপি অধ্যাপক গোলাম মোস্তফা প্রধান অতিথির বক্তব্যে বলেন -- আপনাদের স্কুল কলেজ পড়ুয়া সন্তানদের প্রতি নজর রাখবেন তারা যেন জঙ্গিবাদের মত অপরাধে জড়িয়ে না পড়ে। তিনি আরো বলেন একটি দেশের উন্নয়নে শ্রমিকদের ভুমিকা গুরুত্বপুর্ন