বিজ্ঞাপন দিন

জলঢাকায় উপজেলা প্রশাসনের সাথে রির্পোটার্স ইউনিটি’র মতবিনিময়

ভ্রাম্যমান সংবাদদাতাঃ নীলফামারীর জলঢাকায় উপজেলা নির্বাহী অফিসার ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে গত ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় নব-নির্বাচিত জলঢাকা রির্পোটার্স ইউনিটি কমিটির এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভায় রির্পোটার্স ইউনিটি’র সকল সদস্যগন উপস্থিত ছিলেন। এ সময় নির্বাহী অফিসার মুহাঃ রাশেদুল হক প্রধান উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, উপজেলাটিতে অনেক সমস্যা বিদ্যমান রয়েছে আমার পক্ষে সকল সমস্যা একার পক্ষে সমাধান করা সম্ভব নয়,সকলের সহযোগিতা প্রয়োজন বিশেষ করে আপনারা যারা মিডিয়ায় কাজ করছেন তাদের সহযোগিতা খুব বেশী প্রয়োজন। আপনারা সহযোগিতা করলে অনেক সমস্যার সমাধান করা সহজ হয়। প্রত্যন্ত অঞ্চলের তথ্য আপনাদের কাছে বেশী থাকে। উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি মৃত্যুঞ্জয় রায়,সাধারন সম্পাদক বাদশাহ শাহজাহান,অর্থ সম্পাদক বজলুর রশীদ,সহ-সভাপতি শাহজাহান কবির লেলিন,যুগ্ম সম্পাদক মোশফিকুর রহমান মিটুল চৌধুরী,দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম শফি,সিনিয়র সাংবাদিক মানিক লাল দত্ত, ছানোয়ার হোসেন বাদশা, মাঈদুল ইসলাম,জাহিনুর ইসলাম জীবন, রাশেদুজ্জামান সুমন,মাহবুব নোমান প্রমূখ। উপস্থিত সাংবাদিকগন বর্তমান এই উপজেলা প্রশাসনকে সর্বাত্তক সহযোগিতা করার আশ্বাস দেন। অপর দিকে, ওইদিনে জলঢাকা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমানের সাথে তার কার্যালয়ে রির্পোটার্স ইউনিটি’র এ কমিটি মতবিনিময় করেছেন।