বিজ্ঞাপন দিন

জলঢাকায় বাল্য বিয়ে দেওয়ার অপরাধে কনের বাবাসহ ৪জনের জেল

ভ্রাম্যমান সংবাদদাতাঃ নীলফামারীর জলঢাকায় বাল্য বিয়ে দেওয়ার অপরাধে কনের বাবাসহ ৪জনের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ রাশেদুল হক প্রধান। এতে কনের বাবা অন্নদা বর্মনকে ১ মাস ও অপর ৩ জনের প্রত্যকে ৫দিন করে জেল দিয়েছেন ভ্রাম্যমান আদালত। ঘটনাটি ঘটেছে উপজেলার শৌলমারী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সিংড়িয়াগ্রামের গোপালের স্কুল নামক এলাকায়। জান গেছে, ওই এলাকার অন্নদা বর্মনের স্কুল পড়–য়া কন্যা শৌলমারী দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের নবমশ্রেনীর ছাত্রী স্মৃতি রানীর পাশ্ববর্তী কৈমারী ইউনিয়নের বালাপাড়া গ্রামে বিয়ে ঠিক হয়। গত ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে বিয়ের আয়োজন চলাকালীন সময় উপজেলা নির্বাহী অফিসার গোপন সংবাদের ভিত্তিতে বিয়ে বাড়ীতে উপস্থিত হয়ে কনের বাবা সহ ৪ জনকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ রায় প্রদান করেন। সাজা প্রাপ্ত অপর আসামীরা হলেন, ওই এলাকার প্রিয়নাথ বর্মনের ২ ছেলে বাবুল চন্দ্র ও বাহাদুর চন্দ্র এবং বটকৃষ্ণ রায়ের ছেলে শুশিল চন্দ্র রায়। পরদিন বুধবার তাদের জেলহাজতে প্রেরন করা হয়।