বিজ্ঞাপন দিন

জলঢাকায় স্কুলের জমি উদ্ধারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

ভ্রাম্যমান সংবাদদাতা : নীলফামারীর জলঢাকায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জমি উদ্ধার ও অবৈধ দখলদারদের উচ্ছেদের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থী, অবিভাবক, শিক্ষক, ইউ.পি চেয়ারম্যান ও এলাকার সচেতন মহল। আজ ২ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর ১২টা হতে ১ ঘন্টা ব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় জিরো পয়েন্ট মোড়ে। সমাবেশে বক্তারা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নে অবস্থিত নেকবক্ত সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সরকারী জমি অবৈধ দখলদারদের কবল থেকে উদ্ধারের দাবী জানান। এ সময় বক্তব্য রাখেন-ডাউয়াবাড়ী ইউ.পি চেয়ারম্যান রোকনুজ্জামান খোকন, সাবেক উপজেলা ভাইস্ চেয়ারম্যান গোলাম পাশা এলিচ, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লায়লা চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রউফুল ইসলাম, শেখ রাসেল সাঃ সম্পাদক আব্দুল লতিফ, আ’লীগ নেতা জাহাঙ্গীর আলম, মহির উদ্দিন বাটু, ইউনিয়ন যুবলীগ সাঃ সম্পাদক মোরশেদুল ইসলাম প্রমূখ। বক্তারা আরও বলেন, সাবেক ইউ.পি চেয়ারম্যান সাইফুল ইসলাম মুকুল, তার ভাই ও অনুসারীরা বিদ্যালয়ের জায়গা দখল করে বিভিন্ন দোকান ঘর নির্মান করেছে। দীর্ঘদিন ধরে জমি উদ্ধারের চেষ্ঠা করে ব্যর্থ হওয়ায় তারা মানববন্ধন করে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট মহলে স্মারকলিপি প্রদান করেন।