বিজ্ঞাপন দিন

প্রধানমন্ত্রীকে সংবর্ধনা জানাতে জাতীয় নেতাদের সাথে জলঢাকার এমপি অধ্যাপক গোলাম মোস্তফা।

মর্তুজা ইসলামঃ ১৭ দিনের সফরে প্রথমে কানাডার মন্ট্রিয়ালে ফিফথ রিপ্লেসমেন্ট কনফারেন্স অব দ্য গ্লোবাল ফান্ড ( জিএফ)  এ অংশগ্রহন ও কানাডার প্রধানমন্ত্রীর সংগে দ্বিপক্ষীয় বৈঠকের পর ১৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যান বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় সভানেত্রী  দেশরত্ন শেখ হাসিনা । সেখানে জাতী সংঘের সাধারন পরিষদে ভাষন দেওয়ার পাশাপাশি নারী ক্ষমতায়নে অসাধারন অবদান রাখার জন্য  " প্লানেট ৫০ -- ৫০ চ্যাম্পিয়ন ও এজেন্ট অব চেন্চ অ্যাওয়ার্ড " গ্রহন করে দেশের জন্য বিরল সন্মান বয়ে আনে। প্রধানমন্ত্রীর এই অবদানের জন্য বাংলাদেশ আওয়ামীলীগের পক থেকে ঢাকা বিমানবন্দর থেকে শুরু করে গনভবন পর্যস্ত রাস্তার দু - ধারে লক্ষ লক্ষ নেতাকর্মী দাড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা ও অভিনন্দন জানান। এসময় আওয়ামীলীগের সাধারন সম্পাদক সৈয়দ আশরাফ সহ কেন্দ্রীয় নেতাদের সাথে সংবর্ধনায় অংশ নেয় নীলফামারী -- ৩ জলঢাকা -- কিশোরগন্জ আংশিক আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা এমপি। কেন্দ্রীয় নেতাদের সাথে সংসদ প্লাজার সামনে দাড়িয়ে  প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানোয় এলাকায় নেতাকর্মীদের মাঝে ব্যপক প্রান চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে।নীলফামারী ৩ আসনের জনগন ও তৃনমুল নেতাকর্মীরা এবারের বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় সম্মেলনে প্রানপ্রিয় নেতা অধ্যাপক গোলাম মোস্তফা এমপিকে কেন্দ্রীয় কমিটিতে পদ দেওয়ার জোর দাবী জানিয়েছে দলীয় সভানেত্রীর কাছে।