বিজ্ঞাপন দিন

জলঢাকায় ভিজিএফ এর চাউল আটক

ভ্র্যম্যমান প্রতিবেদক : নীলফমারীর জলঢাকায় ভিজিএফ এর চাউল আটক করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. রাশেদুল হক প্রধান। আজ শুক্রবার ( ৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা দিকে উপজেলার গোলনা নবাবগঞ্জ বাজারে কয়েকটি গোডাউনে অভিযান চালিয়ে ৭১ বস্তা ভিজিএফ এর চাউল আটক করা হয়। ওই বাজারের চাউল ব্যবসায়ী হক সাহেব, জাহাঙ্গীর ও রবিয়াল এর গোডাউন থেকে চাউল আটক করেন। ৭ বস্তা ভিজিএফ এর চাউল কেনার অপরাধে নেলভেলু নামে এক ব্যবসায়ীকে ২’শ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পরে চাউলের বস্তাগুলো ভ্যান যোগে ইউনিয়ন পরিষদের গোডাউনে রেখে সিলগালা করা হয়। ইউ’পি সচিব গোলজার রহমান জানান, গোলনা ইউনিয়নে ৬ হাজার ৮’শ ৫২টি পরিবারকে ১০ কে’জি হিসেবে (৬৮.৫২ মেট্রিক টন) ১৩শ ৭০ বস্তা ২০ কে’জি চাউল বরাদ্ধ ছিল। চাউল বিতরণে কোন রকম অনিয়ম হয়নি বলে তিনি দাবী করেন।
ইউপি চেয়ারম্যান কামরুল আলম কবির জলঢাকা নিউজকে জানান, আমি কোন চাউল ব্যবসায়ীর কাছে বিক্রি করি নাই। আমি সার্বক্ষনিক ইউনিয়ন পরিষদে উপস্থিত থেকে চাউল বিতরণ করেছি । পরিষদ থেকে বাজার দুরে, সেখানে যদি কোন ব্যবসায়ী ভিজিএফ এর চাউল কিনে তার গোডাউনে রাখেন তার দায় ভার তাকেই বহন করতে হবে। এ সময় থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন উপস্থিত ছিলেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. রাশেদুল হক প্রধান জানান, যারা চাউল পায়নি আটককৃত চাউলগুলো তালিকা করে তাদেরকে দেয়া হবে।