বিজ্ঞাপন দিন

ডিমলার চাপানী হাটে আগুন ৮টি দোকান পুড়ে ছাই

ভ্রাম্যমান সংবাদদাতাঃ নীলফামারীর ডিমলায় ৮টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। জানা যায়, গতকাল শুক্রবার রাত ২টার দিকে উপজেলার চাপানী হাটে আগুন লাগলে মূহুর্তে তা ছড়িয়ে পড়ে। প্রথমে জলঢাকা ও পরে ডিমলা ফায়ার সাভির্সের ২টি ইউনিট ঘটনা স্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে ৮টি দোকান পুড়ে ছাঁই হয়ে যায়। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, এনামুল হক এর হার্ডওয়ারের দোকান থেকে আগুনের সুত্রপাত হয়েছে। এছাড়ও ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা হলো-শফিকুল ইসলামের বেকারীর দোকান, আব্দূল গনীর কীটনাশক দোকান, এনামুল হকের ফাতেমা হোটেল এ্যান্ড রেস্টুরেন্ট, আব্দুর রহিমের ভুট্রা’র গোডাইন, অহিদুলা ইসলামের সারের দোকান, আফসার হোসেনের কসমেটিকের গোডাইন ও জাহিদুলের পানের দাকান সম্পুর্ন পুড়ে ছাঁই হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৪০ থেকে ৫০ লাখ টাকা। এ বিষয়ে জলঢাকা ফায়ার সার্ভিস ইনচার্জ খোরশেদ আলম বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে নিশ্চিত করেন