বিজ্ঞাপন দিন

জলঢাকার গোলনায় বুড়িতিস্তা ওয়েলফেয়ার এসোসিয়েশন নামক সংগঠনের পথচলা

জল ডেস্ক : "স্বউদ্যোগে সচেতনতা স্বপ্নের সুখী বাংলাদেশ"এই স্লোগানকে সামনে রেখে বুড়িতিস্তা ওয়েলফেয়ার এসোসিয়েশন Buriteesta Welfare Association (BWA) এর পথচলা। ০৮ই ডিসেম্বর ২০০৮ইং,২৪অগ্রহায়ণ ১৪১৫ বঙ্গাব্দ ,গোলনা নবাবগঞ্জ ,জলঢাকা, নীলফামারীতে সংগঠনটি প্রতিষ্টিত হয় । ২০০৮ সালের ০৮ ডিসেম্বর থেকে এখন পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। এরই মধ্যে দীর্ঘ ৮ বছর পর সংগঠনের জন্য একটি লিখিত সংবিধান তৈরি হয় যা ০৯/০৯/২০১৬ ইং তারিখে সাংবিধানিক পরিষদে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এবং সংবিধান অনুযায়ী ১১/০৯/২০১৬ ইং তারিখে নির্বাচন কমিশনারের মাধ্যমে সাংবিধানিকভাবে নির্বাহী পরিষদ গঠিত হয় ।  নির্বাহী পরিষদ এর সভাপতি:মোঃ মোখলেছার রহমান সোহাগ, সাধারন সম্পাদক :মোঃ জাহাঙ্গীর আলম,সাংগঠনিক সম্পাদক : মোঃ মোনাবেরুল ইসলাম মোনা,ট্রেজারারঃ মোঃ কামাল আহম্মেদ সাগর। সহযোগী পরিচালনা পরিষদ: ডিরেক্টর জেনারেল :যাদব চন্দ্র রায়,পাবলিক অ্যাফেয়ার সেক্রেটারি :মোঃ তপন সরকার, সোশ্যাল অ্যাফেয়ার সেক্রেটারি :মোঃ ফরিয়াদ হোসাইন।

 সংগঠনটির মূলনীতিঃ শিক্ষা,সেবা ও সচেতনতা
স্লোগানঃ স্বউদ্যোগে সচেতনতা স্বপ্নের সুখী বাংলাদেশ।
 লক্ষ্য ও উদ্দেশ্যঃ স্বউদ্দ্যোগে টেকসই উন্নয়নের মাধ্যমে সমাজকে অবক্ষয়মুক্ত,সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলা।

 সংস্থার কর্মসূচীঃ

*দরিদ্র-মেধাবি শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা করা।
*কৃতি শিক্ষার্থীদের সংবর্ধিত করা
*উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনারের আয়োজন করা
*ডিবেটিং ক্লাব,ল্যাঙুয়েজ ক্লাব ও এথিকস ক্লাব গঠনসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা
 * গনপাঠাগার স্থাপন করা
 * মুমূর্ষু রোগীদের জরুরী রক্তের প্রয়োজন পূরনের লক্ষ্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং এর তালিকা সংরক্ষণের ব্যবস্থা করা
 *দুস্থ ও অসহায় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা
*হত দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরন করা
 *মাদকমুক্ত সমাজ গঠনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা
*প্রতিবন্ধীদের আত্ম-কর্মসংস্থানে সহায়তা এবং ভিক্ষুকদের পূর্নবাসনের ব্যবস্থা করা
*বাল্যবিবাহ,যৌতুক এবং নারী ও শিশু নির্যাতন বন্ধে গণসচেতনতা সৃষ্টি করা
*বৃক্ষ মেলা,গ্রামীণ মেলা সহ বিভিন্ন কর্মসূচি পালন করা।