বিজ্ঞাপন দিন

জলঢাকায় মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

ভ্রাম্যমান সংবাদদাতা : নীলফামামারীর জলঢাকায় সেল্ফ হেল্ফ এ্যান্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম ( শার্প) এর আয়োজনে ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন ( পিকেএসএফ)’র সহযোগিতায় মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। গত মঙ্গলবার সকাল ১১টায় পৌরসভার দুন্দিবাড়ী সুইচগেট এলাকায় তিস্তা সেচ ক্যানেলে মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা মৎস কর্মকর্তা শামসুল হক।

 পরে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শার্প এর সহকারী পরিচালক রবিউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মৎস্য অফিসার শামসুল হক।

বিশেষ অতিথি ছিলেন সিনিয়র এডমিন এ্যান্ড অতিঃ কো-অডির্নেটর দুলাল চন্দ্র মহন্ত,কারিগরি সমন্বয়কারী কৃষিবিদ ফজলুল হক। এ সময় উপস্থিত ছিলেন এলাকা ব্যবস্থাপক হাসানুর রহমান, শহিনুর রহমান,কারিগরি কর্মকর্তা (মৎস্য) আবু বিন আজাদ,কারিগরি কর্মকর্তা (কৃষি) শামিম হোসেন,কারিগরি কর্মকর্তা (প্রানি সম্পদ) ডাঃ এ এইচ এম সাজেদুল ইসলাম, শাখা ব্যবস্থাপক আকতারুজ্জামান ও সহকারি কারিগরি কর্মকর্তা মানিক রায় প্রমূখ।