বিজ্ঞাপন দিন

জলঢাকার বিবেকের কাছে প্রশ্ন ?

বজলুর রশীদ জলঢাকা নিউজ: এই বয়সে জলঢাকা বাজারে ভিক্ষা করছে চেড়েঙ্গার বটতলীর হতদরিদ্র দুজন বৃদ্ধ ও বৃদ্ধা ।

 প্রধানমন্ত্রী ও আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্দিন কেটে গেছে, বাংলাদেশের কোনো মানুষ আর না খেয়ে মারা যাবে না। দারিদ্র্য ও ক্ষুধায় কেউ কষ্ট পাবে না। গৃহহারাও থাকবে না। বাংলাদেশ হবে দারিদ্র্যমুক্ত দেশ। জাতির পিতা বঙ্গবন্ধুর দেখানো পথেই দেশ থেকে দারিদ্র্য দূর করতে কাজ করছে বর্তমান সরকার। রাজনীতি করি নিজের জন্য নয়, জনগণের ভাগ্য গড়ার জন্য। আমরা দুঃস্থদের সাহায্য দিচ্ছি। কিন্তু দুঃস্থ মানুষ, দুঃস্থ থাকুন- সেটা আমরা আর চাই না।

 বাংলাদেশ তো অনেক এগিয়ে গেছে, এই সমাজে বিবেক বান মানুষের কি বড়ই অভাব,? যতদূর জানা গেছে দুই জনেই অসুস্থ ,জানা মতে প্যারালাইষ্ট এক পাশে , বেচেঁ থাকতে হলে ভিক্ষা করতে হবে, ছেলেমেয়েরা খবর নেয়না , বাড়ি চেরেঙ্গা বটতলি।

গ্রামীণ হতদরিদ্র মানুষগুলোকে ১০ টাকা দরে চাল দিতে ‘পল্লী রেশন কার্ড'আছে সরকারি ভাবে ।তার কাছে পৌছাবে কি ???

এই হতদরিদ্র দুজন বৃদ্ধ ও বৃদ্ধার পুনর্বাসন করার জন্য জলঢাকার সচেতন নাগরিকের দৃষ্টি আকর্ষণ করছি ।