বিজ্ঞাপন দিন

বাল্য বিয়ের আয়োজন করায় জলঢাকায় কনের বাবার ১ মাসের জেল

মর্তুজা ইসলাম, জলঢাকা, (নীলফামারী) প্রতিনিধি ঃ নীলফামারীর জলঢাকায় বাল্য বিয়ের আয়োজন করায় কনের বাবার ১ মাসের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত। ঘটনাটি উপজেলার ধর্মপাল ইউনিয়নের খেরকাটি এলাকায়। জানা যায়, রবিবার রাতে অষ্টম শ্রেণির ছাত্রীর বাল্য বিয়ে হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ইউএনও মুহ. রাশেদুল হক প্রধান হাজির হন বিয়ের অনুষ্ঠানে। ইউএনও’র উপস্থিতিতে বরযাত্রীসহ বর পালিয়ে গেলেও কনের বাবা রোহিনীকান্ত (৪০), কনের মেশো মশাই ফিলিপ সরদার (২৬) কে আটক করে এবং সেখানেই উপস্থিত সকলের সামনে কনের বাবাকে ১ মাস ও মেশো মশাইকে ৪ দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত। সোমবার সাজাপ্রাপ্ত ব্যক্তিদের জেলহাজতে প্রেরণ করেছে থানাপুলিশ।