বিজ্ঞাপন দিন

জলঢাকায় ১৪ ভূমিহীন পরিবার পেল সরকারী জমি

মর্তুজা ইসলাম, জলঢাকা, (নীলফামারী) প্রতিনিধি ঃ নীলফামারীর জলঢাকায় ১৪ ভূমিহীন পরিবার পেল সরকারী জমি। উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের এসব ভূমিহীন পরিবারের মাঝে বন্দোবস্ত দলিল হস্তান্তর করেন জেলা প্রশাসক জাকির হোসেন।

এসময় উপস্থিত ছিলেন ইউএনও মুহা. রাশেদুল হক প্রধান। সোমবার বিকালে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে দরিদ্র ভূমিহীন পরিবারের মাঝে জমির দলিল হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন গোলমুন্ডা ইউনিয়ন তহশিলদার তহিদুল ইসলাম, সার্ভেয়ার উজ্জল কুমার রায়, অফিস সহকারি আব্দুল গফুর প্রমুখ।

দলিল পেয়ে ভূমিহীন মনোয়ার হোসেন বলেন, সবসময় আতঙ্কে থাকি কখন যে, কায় (কে) আসি (এসে) ঘর ভাংগি দেয়। পরিবার-পরিজন নিয়ে কোথায় যাইম (যাব) কোথায় থাকিম (থাকব) এ রকম অবস্থার মধ্যে হামার (আমার) মত ভুমিহীনের ভুই (জমি) দিয়া সরকার হামার (আমার) উপকার করিল (করল)। দলিল নিতে আসা হালিমুর রহমান বলেন, এখন নিজের বাড়ীত আরাম করে থাকতে পারব। এখন হামার আর কোন চিন্তা নাই। ইউএনও মুহা. রাশেদুল হক প্রধান বলেন, যাচাই বাছাই করে যারা প্রকৃত ভূমিহীন তাদের মাঝেই সরকারী জমি বরাদ্দের জন্য বন্দোবস্তের প্রক্রিয়ার অংশে আজ গোলমুন্ডা ইউনিয়নে ১৪ জন ভূমিহীন দরিদ্র পরিবারের মাঝে দলিল হস্তান্তর করা হলো।