বিজ্ঞাপন দিন

জলঢাকায় খাদ্যবান্ধব কর্মসুচির উদ্বোধন।

মর্তুজা ইসলাম জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় শুক্রবার সকালে খাদ্যবান্ধব কর্মসুচির উদ্বোধন করা হয়েছে। উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের বালারপুকুর পয়েন্টে সরকার ঘোষিত খাদ্যবান্ধব কর্মসুচির আওতায় হতদরিদ্র পরিবারের মাঝে ১০ টাকা কেজি দরে চালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নীলফামারী -- ৩ সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা।
এসময় ইউপি চেয়ারম্যান হামিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্যে রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ রাশেদুল হক প্রধান, জলঢাকা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, খাদ্য কর্মকর্তা রেজাউল করিম, খুটামারা ইউপি চেয়ারম্যান আবু সাঈদ শামীম, মিরগন্জ ইউপি চেয়ারম্যান হুকুম আলী খান, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল মজিদ, রাবেয়া চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ বিবেকা নন্দ মহন্ত, শিমুলবাড়ী ইউনিয়নের ট্যাগ অফিসার ও সহকারি মাধ্যমিক কর্মকর্তা জাহিদুল ইসলাম, ব্যবসায়ী  যুবলীগ নেতা লাজু ইসলাম ও ডিলার আলী হোসেন প্রমুখ। অফিস সুত্রে জানা যায় শিমুলবাড়ী ইউনিয়নের ২০১৮ জন হতদরিদ্র মানুষ এই স্বল্প মুল্যের খাদ্যবান্ধব কার্ড পাবেন।