বিজ্ঞাপন দিন

জলঢাকায় ছাত্রীকে উত্যক্ত করায় ঈমামের তিন মাস বিনাশ্রম জেল

ভ্রাম্যমান সংবাদদাতাঃ নীলফামারীর জলঢাকা পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রীকে উত্যক্ত করার অপরাধে এক ঈমামকে তিন মাসের বিনাশ্রম জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। জলঢাকা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ওই ছাত্রী আজ বুধাবার বিকালে ইংরেজী ২য় পত্র পরীক্ষা শেষে স্কুল চত্তরে অবস্থান করাকালীন সময়ে, কিশোরঞ্জ উপজেলার রনচন্ডী ইউনিয়নের উত্তর পাড়া গ্রামের আফসার আলীর ছেলে ও বকতিয়ার পাড়া উছাটারী জামে মসজিদের ঈমাম নুরুন্নবী (৩২) ওই ছাত্রীকে উত্যক্ত করে।

বিষয়টি স্কুল কর্তৃপক্ষকে অবগত করা হলে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় রাতেই ভ্রাম্যমান আদালতে ওই ঈমামকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. রাশেদুল হক প্রধান।