বিজ্ঞাপন দিন

জলঢাকায় জেএসসি ও জেডিসি পরীক্ষার্থীর সংখ্যা ৫৮২৯ জন

বাদশাহ শাহজাহান, ভ্রম্যমান সংবাদদাতা ঃ নীলফামারীর জলঢাকায় এবারে জেএসসি ও জেডিসি পরীক্ষার্থীয় ৫হাজার ৮শ ২৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন বলে জান গেছে। আগামীকাল সকাল ১০টায় অনুষ্ঠিত উপজেলার ৫টি পরীক্ষা কেন্দ্রে এসব পরীক্ষার্থী অংশ গ্রহন করবেন বলে জানিয়েছেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুল ইসলাম।

অফিস সুত্রে জানা গেছে, জেএসসিতে জলঢাকা মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ৭৩জন,পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ৬শ ৬১ জন,মীরগঞ্জ হাট বহুমূখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ৩শ ৯০ জন ও টেংগনমারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬শ ৮৮জন এবং ছিট মীরগঞ্জ শালনগ্রাম ফাযিল মাদ্রাসা কেন্দ্রে জেডিসি পরীক্ষায় ১ হাজার ১৭জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করবেন।

এদের মধ্যে জেএসিতে ২ হাজার ৩শ ৮৩জন ছাত্র ও ২ হাজার ৪শ ২৯জন ছাত্রী এবং জেডিসিজে ৫শ ১৮জন ছাত্র ও ৪শ ৯৯জন ছাত্রী। পরীক্ষা কেন্দ্রে গুলোতে শান্তি-শৃংখলা ও নিরাপত্তা বজায় রাখার স্বার্থে পরীক্ষা চলাকালীন সময়ে সকল কেন্দ্রের আশে পাশে ১৪৪ ধারা জারি করেছেন উপজেলা নিবার্হী অফিসার ও প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রট মুহা. রাশেদুল হক প্রধান।