বিজ্ঞাপন দিন

জলঢাকায় পাঠাভ্যাস উন্নয়ন কর্মসুচির মুল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত।

মর্তুজা ইসলাম জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় বুধবার দুপুরে স্কুল মাদরাসার শিক্ষার্থীদের নিয়ে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসুচির মুল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিস্ব সাহিত্য কেন্দ্রের বাস্তবায়নে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রনালয় পরিচালিত সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি অ্যান্ড অ্যাকসেস এনহান্সমেন্ট প্রজেক্ট ( সেকায়েপ) এর পাঠাভ্যাস উন্নয়ন কর্মসুচির এবারের মুল্যায়ন পরীক্ষায় উপজেলার ৭২ টি স্কুল মাদরাসার ১২৩৩০ জন শিক্ষার্থী অংশগ্রহন করে।

মুল্যায়ন পরীক্ষা সুষ্ঠুভাবে আয়েজনে কেন্দ্রগুলো পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ রাশেদুল হক প্রধান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফ উজ জামান সরকার , পাঠাভ্যাস উন্নয়ন কর্মসুচির উপজেলা প্রোগ্রাম অফিসার মারুফ হোসেন, জলঢাকা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান ও আল হেরা এডুকেয়ার হোমের প্রধান শিক্ষক মিজানুর রহমান প্রমুখ। জলঢাকা মাধ্যমিক অফিসার আশরাফ উজ জামান সরকার জানান এ প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশ, সৃজনশীলতা, দক্ষতাবৃদ্ধি ও শিক্ষার্থীদের স্কুলে শতভাগ উপস্হিতিতে সহায়ক ভুমিকা রাখবে