বিজ্ঞাপন দিন

জলঢাকায় রাস্তার মাটি কেটে বাড়ী নির্মান করায় ২৫ হাজার টাকা জরিমানা।

মর্তুজা ইসলাম জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় ইউনিয়ন পরিষদের রাস্তার মাটি কাটায় এক ব্যাক্তিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙলবার বিকেল ৩ চায় উপজেলা কৈমারী ইউনিয়নের দোলাপাড়া গ্রামের রত্নেস্বর রায়ের ছেলে অনুকুল চন্দ্রের বিরুদ্ধে এ আদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ রাশেদুল হক প্রধান।

এলাকাবাসি জানায় ইউনিয়ন পরিষদের রাস্তার মাটি কেটে নিজের বাড়ীর কাজে ব্যাবহার করে জনসাধারনের চলাচলে বিঘ্ন ঘটায় অভিযুক্ত ব্যাক্তি। বারবার নিষেধ করলেও শুনেনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ রাশেদুল হক প্রধান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন অভিযুক্ত ব্যাক্তির বিরুদ্ধে তথ্য প্রমানাদি সত্যতা থাকায় তাকে এই সাজা দেয়া হয়েছে।