মানিক লাল দত্ত, জলঢাকা (নীলফামারী):
নীলফামারী জলঢাকায় উপজেলা শ্রমিক ঐক্য পরিষদ ধর্মপাল ইউনিয়নের চেয়ারম্যান জামিনুর রহমানের বিরুদ্ধে অভিযোগ তদন্তের দাবি জানিয়েছেন। মঙ্গলবার প্রেরিত পরিপত্রের আলোকে এ অভিযোগ উপস্থাপন করা হয়। অভিযোগে বলা হয়, জলঢাকা কাজী ফার্মস লিমিটেড এ ৩৫ জন লেবারের অন্যায় ভাবে কর্মচ্যুতি ঘটানো ও তাদের কর্মে যোগদানে বাধা সৃষ্টি কারী স্থানীয় ইউপি চেয়ারম্যান জামিনুর রহমানের তদন্তের দাবি উঠে আসে। অভিযোগে আরো বলা হয় ১০ টি ট্রেড ইউনিয়নের কায়িক শ্রমের দৈনিক প্রায় অর্ধ লক্ষ টাকা নিশ্চিত করার জন্য লেবারগণকে কাজে যোগদান করতে দিচ্ছেন না। এ রকম বে-আইনি ভাবে ৩৫ জন লেবারকে কর্মচ্যুতি করায় সংশ্লিষ্ট দপ্তর মিডিয়া কর্মীদের এসব কথাই বলেন। উপজেলা শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জোনাব আলী বলেন, বিষয়টি প্রধান মন্ত্রীর একান্ত সচিব, শ্রম কর্মসংস্থানের মন্ত্রণালয়, মানবাধিকার কমিশন, ডিআইজি রংপুর রেঞ্জ সহ সরকারের বিভিন্ন দপ্তরে স্বারকলিপি প্রদান করা হয়।