বিজ্ঞাপন দিন

ডোমারে ইউপি সদস্যের বাড়িতে অবস্থানরত ছাত্রী গ্রেফতার

স্টাফ রিপোর্টার : নীলফামারীর ডোমারে ইউপি সদস্যের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থানরত কলেজ ছাত্রী জোবায়দা আবেদীন জুই(২২) কে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ। ইউপি সদস্য তিতাস রহমানের বাবা মশিয়ার রহমান দায়েরকৃত মামলায় তাকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয়। সূত্রমতে, জোবায়দা আবেদীন জুই নীলফামারী সরকারী ডিগ্রী কলেজের ইসলামের ইতিহাস বিভাগের ২য় বর্ষের ছাত্রী। বুধবার রাতে সে উপজেলার বামুনিয়া ইউনিয়নের মৌজা বামুনিয়ার মশিয়ার রহমানের ছেলে ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য তিতাস রহমান বাবুর বাসভবনে বিয়ের দাবীতে অবস্থান করে। জুই একই উপজেলার পাশাপাশি পাঙ্গা মটুকপুর ইউনিয়নের জয়নাল আবেদীনের মেয়ে। জুই বলেন, যখন আমি তাদের বাসায় আসি তখন বাবু বাসায় ছিল। আমাকে দেখে সে বাড়ী থেকে পালিয়ে যায়। তিনি বলেন, সে একাধিকবার বিয়ের প্রলোভন দেখিয়ে আমার সাথে দৈহিক সম্পর্কে মিলিত হয়। আমি তার সাথে সম্পর্ক করতে না চাইলে সে নানা ভাবে আমাকে উত্যক্ত করতো। এখন সে অন্য মেয়েকে বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে। আর সে জন্য বিয়ের দাবিতে এ অবস্থান। এ ব্যাপারে ওই মামলার তদন্তকারী কর্মকর্তা ডোমার থানার এসআই নজরুল ইসলাম জানান, ইউপি সদস্য তিতাসের বাবার দায়েরকৃত মামলার প্রেক্ষিতে জুঁইকে গ্রেফতার করা হয়েছে।