বিজ্ঞাপন দিন

জলঢাকায় ব্যতিক্রমী পদক্ষেপ-ধান কাটা, মাড়াই, ঝাড়াই ও কৃষকের গোলায় ভরা !

মানিক লাল দত্ত, জলঢাকা (নীলফামারী): কম্বাইন হারভেস্টার নামক যন্ত্র দিয়ে একই সাথে ধান/গম কাটা, মাড়াই, ঝাড়াই ও বস্তায় ভরা অর্থাৎ ধান/গম কাটা থেকে বস্তায় ভরা পর্যন্ত সকল কাজ করা সম্ভব। বৃহস্পতিবার এমনই এক যন্ত্রের প্রদর্শনী ও মাঠ দিবস অনুষ্ঠিত হয় নীলফামারীর জলঢাকার কাঁঠালী ইউনিয়নের দক্ষিণ দেশীবাই এলাকায়। এ যন্ত্র দিয়ে এক ঘন্টায় এক একর জমির ধান/গম কাটা, মাড়াই, ঝাড়াই ও বস্তায় ভরা সম্ভব যেখানে জ্বালানী খরচ হবে মাত্র দুই লিটার। উপজেলা কৃষি অফিসের আয়োজনে খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় আয়োজিত প্রদর্শনী ও মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নীলফামারীর উপ পরিচালক কৃষিবিদ গোলাম মোহাম্মদ ইদ্রিস। উক্ত অনুষ্ঠানে দুলাল উদ্দিনের সভাপতিত্ত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শাহ মুহাম্মদ মাহফুজুল হক। বিপুল সংখ্যক কৃষকের উপস্থিতিতে প্রথমে কম্বাইন হারভেস্টার যন্ত্র দিয়ে ধান কাটা, মাড়াই, ঝাড়াই ও বস্তায় ভরা প্রদর্শন করা হয়। প্রধান অতিথি কৃষিতে যান্ত্রিকীকরণের উপর গুরুত্বারোপ করে কম¦াইন হারভেস্টার যন্ত্রের বিস্তারিত আলোচনা করেন এবং কৃষক বান্ধব সরকার ৩০% ভর্তুকীতে এসব যন্ত্র দেয়ার বিষয়টি তুলে ধরেন। মাঠ দিবসে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। একই দিনে খুটামারা ইউনিয়নের চৌপতি এলাকায়ও অনুরুপ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।