বিজ্ঞাপন দিন

তারুণ্যের তেজদীপ্ত কবি এম. রাশেদুজ্জামান তাওহীদ এর একগুচ্ছ ছড়া- কবিতা।



প্রকৃত ভালবাসা
এম. রাশেদুজ্জামান তাওহীদ

ভালবাসি বাবাকে
ভালবাসি মা,
দেশটাকে ভালবাসি
তোমাকেই না!

তোমার ওই ভালবাসা
সামাজিক নয়,
সন্দেহ করে লোকে
কানাকানি হয়।

কলুষিত হয় সব
চুনকালি মুখে,
অবশেষে জ্বালা বাড়ে
দু'জনার বুকে।

তুলনা
এম. রাশেদুজ্জামান তাওহীদ

তুমি যদি ফুল হও
আমি হব পাখি,
মোনালিসা হলে তুুমি
আমি তার আঁখি।

হিমালয় হলে তুমি
আমি  তার শেষ,
মুক্তার মালা আমি
তোমাতেই বেশ।

তুমি যদি মাটি হও
আমি হব ঘাস,
মিলেমিশে দু'জনার
চির বসবাস।

তুমি যদি আকাশ হও
আমি তার নীল,
শাপলা-শালুক হলে
আমি ওই ঝিল।

নদী যদি হও তুমি
সাগর তো বটে,
মিলে যাব নিশ্চয়
কোন এক তটে।

রংধনু  হলে তুমি
সাত রং কে ,
যত কিছু হও তুমি
সাথে আমি যে।

দুঃসময়ের বন্ধু চাই
এম. রাশেদুজ্জামান তাওহীদ।

যে আমাকে ভালবাসে
বাসবো ভালো তাকে,
অহংকারী বন্ধু আমার
চাইনা চলার বাঁকে।

দুষ্টু বন্ধু চাইনা আমার
শূন্য থাকাই ভালো,
বাঁদর যতই হোক না চালাক
নয় সমাজের আলো।

আমি তো চাই সবার মত
সহজ সরল লোক,
সমাজটাকে গড়ার কাজে
সন্ধানী যার চোখ।

বুকের ভিতর প্রেম শুধু যার
মানবতার জন্য,
তারই প্রেমে সিক্ত হয়ে
চাই হতে চাই ধন্য।

দুঃসময়ের বন্ধু আমার
লক্ষ কোটি থাক,
সুসময়ের ভালবাসা
ধ্বংস নিপাত যাক।

আত্মবিলাপ
এম.রাশেদুজ্জামান তাওহীদ

মাঝে মাঝে কিছু বিপদ এসে
এলোমেলো করে সব,
মাঝে মাঝে দেখি নিরব নিথর
জীবনের কলরব।

মাঝে মাঝে আমি ডুব সাগরে
চিন্তার জাল বুনি,
মাঝে মাঝে আমি স্বপ্নগুলোকে
খুন করে হই খুনী।

মাঝে মাঝে আমি হতাশ থাকি
পাইনা কোন কূল,
মাঝে মাঝে আমার সঠিক অংকের
ফলাফল দেখি ভুল!

মাঝে মাঝে আমি অগোছালো রই
মাঝে মাঝে পরিপাটি,
কষ্টের অনলে জীবন পোড়াই
পুড়ে পুড়ে হই খাঁটি।

মাঝে মাঝে আমি স্রষ্টাকে খুঁজি
তাঁরি সৃষ্টির দলে,
বিপদে আপদে ধৈর্য্য রাখি
আল্লাহ আছেন বলে


সদগজয় নুরু